যশোরে ৩৮শ’ পিস ইয়াবাও বিপুল পরিমাণে মদ-গাঁজাসহ ৭মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে ডিবি পুলিশও বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৩৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩.৫ কেজি গাঁজা, ১০৬ বোতল রেকটিফাইট স্পিরিটসহ চিহ্নিত ৭ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

পুলিশ সূত্র থেকে পাওয়া তথ্যমতে,

যশোর গোয়েন্দার (ডিবি) পুলিশের পৃথক অভিযানে,৩৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১.৫ কেজি গাঁজা, ১০৬ বোতল রেকটিফাইট স্পিরিটসহ চিহ্নিত ৫ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রথম অভিযানে রবিবার (২৯ আগষ্ট ২১ খ্রিঃ) ডিবি যশোরের এসআই এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেনদ্বয়ের সমন্বয়ে একটা চৌকস টিম সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর চাঁচড়া চেকপোস্ট মন্ডলগাতী আকিজ পেট্রোল পাম্পের পিছনে পিন্টু মিয়ার বাড়ীর সামনে অভিযান চালিয়ে যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মমিনা খাতুন ওরফে কাজল (৪২) কে আর ৩৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। আটক মোমেনা খাতুন কাজল খুলনা দৌলতপুর থানার দেয়ানা গ্রামের মৃত্যু আজিজুর রহমানের স্ত্রী। সে দীর্ঘদিন যাবৎ যশোর পাইপপটি এলাকায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। জব্দকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

 

https://www.novanews24.com/wp-content/uploads/2021/08/Arrest-kowser-106-botol-Alcohol-.jpg
                                    Arrest kowser 106 botol Alcohol

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটা চৌকস টিম রবিবার (২৯ আগষ্ট ২১ খ্রিঃ) অপর এক অভিযানে, সন্ধ্যা ছয়টার দিকে নিউমার্কেট টু পালবাড়ি রোডের কে আর ডলফিন ইজি বাইক শোরুমে সামনে অভিযান চালিয়ে ১০৬ বোতল অ্যালকোহল সহ কাউসার সরদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক কাউসার সরদার জেলার চৌগাছা উপজেলার চৌগাছাবেলে মাটিয়া গ্রামের মৃত্যু আতিয়ার রহমানের ছেলে। জব্দকৃত এসব মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৫৩,০০০ টাকা।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষদের সমন্বয়ে একটা চৌকস টিম রবিবার (২৯ আগষ্ট ২১ খ্রিঃ) রাত সাড়ে ১১ টার দিকে জেলার শার্শা উপজেলার স্বরূপদা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অপার এক স্থানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ইসরাফিল মন্ডল ও রাব্বানী হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটক ইসরাফিল মন্ডল শার্শা মান্দারতলা এলাকার মৃত্যু আজিবার মন্ডলের ছেলে ও রাব্বানী হোসেন স্বরূপদা এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

https://www.novanews24.com/wp-content/uploads/2021/08/99f8124f-9de5-46da-8b93-147d3036b97f.jpg
                                                 Drug smuggler suami Arrest

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই শামীম হোসেন, এসআই সাদ্দাম হোসেনদ্বয়ের সমন্বয়ে চৌকস টিম রবিবার (২৯ আগষ্ট ২১ খ্রিঃ) সন্ধ্যা ছয়টার দিকে যশোর কোতয়ালী থানা এলাকার পাইপ পট্টি শামিমুর রহমান সুমির বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরাফাত মিমি নামে একজনকে আটক করেন। আরাফাত মিমি যশোর এডভোকেট আজিজুর রহমান বাবুর ছেলে।

 

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে তারা মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর থেকে রোববার রাত সাড়ে এগারোটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্যসহ এসব মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 

আরো পড়ুন# ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা

যশোর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, এ বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী যশোরের শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন সুকৌশলে এ মাদক ব্যবসা করে আসছিল। রোববার রাত সাড়ে ১১ টার দিকে জানতে পারি ওই মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে তার নিজ বাড়িতে অবস্থান করছে। এ সময় যশোর পুলিশ সুপারকে জানালে তিনি তাকে আটকের নির্দেশ দেন। একপর্যায়ে রাত সাড়ে ১১.৪৫ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযানে পাঠানো হয়। দলটি সেখানে অভিযান চালিয়ে ৩৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করেন। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতকে সোমবার দুপুরে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

https://www.novanews24.com/wp-content/uploads/2021/08/Benapoler-Drug-smuggler-door-siful-Arrest.jpg
                 Benapoler Drug smuggler Sodor & siful Arrest 2 KG Gaza

অপর এক অভিযানে, বেনাপোল পোর্ট থানা পুলিশ রোববার রাত সাড়ে আটটার দিকে বেনাপোল পোড়াবাড়ি নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ সদর আলী (৩২) ও সাইফুল ইসলাম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সদর আলী বেনাপোল পোর্ট থানা এলাকার মানকিয়া গ্রামের মুসা মল্লিকের ছেলেও আটক সাইফুল ইসলাম বেনাপোল রঘুনাথপুর পূর্বপাড়া এলাকার আখের আলী মোল্লার ছেলে ছেলে।

আরো পড়ুন# শ্বশুরবাড়িতে তিনটি পিস্তলসহ মেয়ে- জামাই আটক

বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। রোববার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল পোড়াবাড়ি নারায়ণপুর এলাকায় বিপুল পরিমাণে গাঁজা নিয়ে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এ   সময় যশোর পুলিশ সুপারকে জানালে তিনি তাদের আটকের নির্দেশ দেন। রাত সাড়ে আটটার দিকে থানার এসআই মাসুম বিল্লাহ সহ বেনাপোল পোর্ট থানার একটি চৌকস দলকে সেখানে অভিযানে পাঠানো হয়। একপর্যায়ে অভিযান চালিয়ে তারা দুই কেজি গাঁজাসহ হাতেনাতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ দুপুরে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

One thought on “যশোরে ৩৮শ’ পিস ইয়াবাও বিপুল পরিমাণে মদ-গাঁজাসহ ৭মাদক ব্যবসায়ী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *