যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে মাছ ধরাকে কেন্দ্র করে সালে আহমেদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার  (২০শে এপ্রিল ২০২৩) বেলা ১১ টার দিকে যশোর সদর উপজেলার নালিয়া ফতেপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সালে আহাম্মদ নালিয়া ফতেপুর এলাকার আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সালে আহমেদ ফতেপুরে খালপাড়ে মাছ ধরতে যায়। সকাল সাড়ে দশটার দিকে মাছ ধরা কে কেন্দ্র করে দায়তলা মনসুর আলীর ছেলে শাহিনের সাথে তার বাগবিতণ্ড বাঁধে। এরই জের ধরে বেলা ১১ টার দিকে শাহীন তার লোকজন নিয়ে বৃদ্ধ সালে আহমেদের উপর হামলা করে উপযুক্তপরিভাবে তাকে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বেলা ১১ টার দিকে যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেলা সাড়ে বারোটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আব্দুর রশিদ বলেন, সালেহ আহমেদের মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত চালানো হচ্ছে। এরপরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *