যশোরে পৃথক দু’টি দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি : যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে অভয়নগর উপজেলার প্রেমবাগও নওয়াড়া বাজারে দূর্ঘটনায় এ তিন পথযাত্রী নিহত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকালে অভয়নগর থানার যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ গেট এলাকায় খুলনাগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরো এক যাত্রী। নিহতরা হলেন মণিরামপুর উপজেলার আঠারপাকিয়া গ্রামের শরিফুল ইসলাম (২৭) ও একই গ্রামের সুজাত (৩০)। মোটরসাইকেলের অপর যাত্রী জসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপার দিকে বুধবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের আকিজ জুটমিলের সামনে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কর্মচারী জামাল হোসেনকে যশোরমুখী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে ঘাতক বাস দু’টি ধরা সম্ভাব হয়নি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *