যশোরে নারী নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ ৪ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে এক নারীকে নির্যাতনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গত তিন দিন ধরে।

বিষয়টি যশোর পুলিশের দৃষ্টিগোচর হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন যশোর জেলার পুলিশ সুপার। নির্যাতনের সাথে সম্পৃক্ত থাকার দায়ে যশোর কোতয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথভাবে অভিযান চালিয়ে শুক্রবার রাতে চুড়ামনকাটির ইউপি সদস্য আনিসুর রহমান মেম্বার (৩৫) সহ চারজনকে আটক করে।

আটক ইউপি সদস্য আনিসুর রহমান যশোর সদর উপজেলা আব্দুলপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে। এছাড়া পুলিশ ওই যুবতীকে নির্যাতনের দায় একই এলাকার নাছের আলীর ছেলে ভুটটু (২৭), আব্বাস আলীর ছেলে আজিম আলী (৪০), একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে তৌহিদ হাসান(২৭), আটক করতে সক্ষম হন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করার হয়েছে।

মামলা সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের রশিদের মুদির দোকানের সামনে আব্দুলপুর গ্রামের সাহেব আলীর মেয়ে ইতি (২০) কে প্রেমঘটিত সম্পর্কের কারণে আটককৃতরা নির্মমভাবে ঘরে আটকে রেখে নির্যাতন চালায়। এ ঘটনায় কে বা কারা ওই নির্যাতনের ঘটনা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়। নির্যাতনের ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি যশোর জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। এক পর্যায়ে গতরাতে যশোর জেলা গোয়েন্দা পুলিশ ও যশোর কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আসামিদের আটক করেন।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিস ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে চুড়ামনকাটি আব্দুলপুর গ্রামের সাহেব আলীর মেয়ে ইতি (২০) সাঈদ হাসান নামে এক যুবকের মটরসাইকেল যােগে আব্দুল্লাহপুর রশিদের মুদি দোকানের সামনে পৌঁছালে স্থানীয় ইউপি মেম্বার আনিচুর তার ৫ থেকে ৭ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ইতি কে আটক করেন। এরপর একটি ঘরে নিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালাগালি, কিল ঘুষি, লাঠি দিয়ে নির্মমভাবে পেটাতে থাকে। ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তাদেরকে প্রথম শনাক্ত করা হয়। এরপর গত রাতে অভিযান চালিয়ে ইউপি সদস্য আনিছুর রহমান সহ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *