যশোরে চাঁদাবাজির অভিযোগে ৭ জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর:যশোরেরর অভয়নগর প্রেমবাগ এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধায় অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকা থেকে এসব চাঁদাবাজ চক্রের সদস্যদের আটক করেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃতরা হলেন, ১। সৈয়দ মোস্তাফিজুর রহমান @ রানা (৪০), পিতা- সৈয়দ মোক্তার হোসেন ২। মোঃ আজাদ রহমান (৪২), পিতা- মৃত শাহজাহান সিনা, ৩। সৈয়দ ওয়াহিদুল ইসলাম মিন্টু (৪০), পিতা- মৃত সৈয়দ আব্দুল ওয়াদুদ, সর্ব সাং- প্রেমবাগ সৈয়দপাড়া ৪। মোঃ পিন্টু (৩৫), পিতা- মৃত আব্দুল ওয়াদুদ ৫। মোঃ জিয়ার মোল্যা (৩৫), পিতা- মৃত শামসুর মোল্যা ৬। আল-আমিন হোসেন (২৩), পিতা- ইস্রাফিল বিশ্বাস, সর্বসাং- প্রেমবাগ, থানা- অভয়নগর, জেলা- যশোর ৭। মোঃ হাবিবুর রহমান (৫৮), পিতা- মৃত আবুল কাশেম, সাং- চর বয়রা, থানা- গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ।

পুলিশের পক্ষ থেকে এক প্রেসরিলিজের মাধ্যমে জানানো হয়েছে, অভয়নগর থানার প্রেমবাগে তমা কনষ্ট্রাকশনে নারায়গঞ্জ সিদ্ধিরগঞ্জের আলভী ট্রেডার্স নামক কোম্পানী দীর্ঘ দিন ধরে জ্বালানী তৈল (গ্রীন ওয়েল) সরবরাহ করে আসছিলো । বেশ কিছু দিন যাবত প্রেমবাগ এলাকার মোস্তাফিজুর রহমান রানাও তার সন্ত্রাসীরা আলভী ট্রেডার্সের গ্রীন ওয়েল বহনকারী ট্যাংকলরি আটক করে দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবী ও আদায় করে আসছিলো। এক পর্যায়ে গতকাল রোববার আলভি ট্রেডার্সের প্রেরিত ট্যাংকলরিসহ ড্রাইভার ও কর্মচারীও আলভি ট্রেডার্সের মালিক ও ম্যানেজারের নিকট ষাল হাজার টাকা চাঁদা দাবী করে। বিষয়টি আলভি ট্রেডার্সের ম্যানেজার আমির হোসেন ইমন সন্ধায় যশোর জেলা গোয়েন্দা শাখায় মৌখিকভাবে জানায়। এর জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযোগ দাতা আমির হোসেন ইমন ও আলভি ট্রেডার্সের ম্যানেজার আমির হোসেনকে সাথে নিয়ে রোববার  রাত সাড়ে ৮টার দিকে দাবীকৃত চাঁদার টাকা নিয়ে যায়। দলটি প্রেমবাগ একটি অফিসের মধ্যে নিয়ে দুস্কৃতকারীদের দাবিকৃত ৩০ হাজার দেন। টাকা দেওয়ার বিষয়টি ডিবি পুলিশ গোপন ভিডিও করেন এবং অভিযানের দায়িত্বেরত টিম ইনচার্জকে অবহিত করলে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে চাঁদাবাজ চক্রের ৭ সদস্যকে হাতে নাতে আটক করেন। এসময়ে ট্যাংকলরিসহ ড্রাইভার ও কর্মচারীকে উদ্ধার করেন গোয়েন্দা পুলিশ। এসময়ে ঘটনাস্থল হতে চাঁদার নগদ ৩০ হাজার টাকাসহ কয়েকটি মোবাইল ফোনও উদ্ধার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *