যশোরে কোয়ারেন্টাইনে থাকা আরো দুই পাসপোর্ট যাত্রী দেহে করোনা শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার : যশোরে ভারত থেকে ফেরা আরো দুই যাত্রী দেহে করোনাভাইরাস হয়েছে। আজ দুপুরে তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনার ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

যশোর সিভিল সার্জন সূত্র থেকে জানা গেছে,গত ১৫ মে ভারত থেকে বাংলাদেশে আসেন এ দুই পাসপোর্ট যাত্রী ব্যক্তি। এরপর তাদের যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ কুয়েত হোপ মাদরাসায় কোয়ারেন্টিনে রাখা হয়। গতকাল ২৯ মে ওই দুই ব্যক্তিসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। আজকে পাওয়া পিসিআর টেস্টের ফলাফলে তাদের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। যে কারণে তাদের যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে একজনের বয়স ২০ বছর এবং অপরজনের বয়স ৪৭।

 

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি জানান, গত ২৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন ভারতীয় ভ্যারিয়েন্টের করোনায় আক্রান্ত।এছাড়া আজ জেলায় আরো ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের মধ্যে করনা শনাক্তের হার বৃদ্ধি পায় জেলা স্বাস্থ্য কর্মীরাও আতঙ্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *