যশোরে এক তরফা নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসে বাম গণতান্ত্রিক জোট ‘স্বৈরাচার পতন দিবসের ডাক- ফ্যাসিবাদ নিপাত যাক’ শ্লোগানকে ধারন করে এক তরফা নির্বাচন বাতিল ও বর্জনের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছিল।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবর বাম গণতান্ত্রিক জোট যশোর আজ বিকাল সাড়ে ৪টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে চিত্রা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জোটের জেলা সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু।

মিছিলে নেতৃত্ব দেন জোটের নেতা কমরেড আবুল হোসেন, কমরেড তসলিম-উর-রহমান, কমরেড হাচিনুর রহমান, কমরেড আলাউদ্দিন, কমরেড নাজিমউদ্দীন, কমরেড প্রফেসার ইসরারুল হক, কমরেড আমিনুর রহমান হিরু, কমরেড পলাশ বিশ্বাস, কমরেড আব্দুস সামাদ প্রমুখ।

সমাবেশ থেকে এক তরফা নির্বাচন বাতিল ও বর্জনের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নতুন কর্মসূচী ১৩ ডিসেম্বর সারাদেশের বিক্ষোভ সফলের আহ্বান জানানো হয়। পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ভোট বর্জনে বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান হয়। একই সাথে কেন্দ্রের বেঁধে দেওয়া সময়সীমা ১৭ ডিসেম্বরের ভেতর ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের আহ্বান জানানো হয়। অন্যথায় নির্বাচন কমিশন ঘেরাও এর ঘোষণা দেওয়া হবে। জনগণকে প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানায় সমাবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *