মৃত মানুষকে ইসিজি করলো যশোরের দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার :যশোরের দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মৃত মানুষকে জোরপূর্বক ইসিজি করার অভিযোগ পাওয়া গেছে।  যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সামনে অবস্থিত দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে মৃত মানুষকে জীবিত দেখিয়ে ইসিজি করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর তৈরি হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা থেকে তুফান আলী (২৬) ও আমির হোসেন নামে দুজন নসিমনের করে সাতক্ষীরা থেকে যশোর বড় বাজারে মাছ নিয়ে আসছিল। পথিমধ্যে যশোর সাতক্ষীরা রোড এর যশোর পুলেরহাট ধোবাখোলা এলাকায় পৌঁছালে সকাল আটটার দিকে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনচালক তুফান আলী ও নসিমনের থাকা অপার ব্যক্তি আমির হোসেন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন হাসপাতালে। সকাল ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার মাহফুজা তামান্না তুফান আলীকে মৃত্যু ঘোষণা করেন। এরপরও যশোর দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী মুশফিকুর রহমান জোরপূর্বক হাসপাতালে নিয়ে ইসিজি করিয়ে টাকা আদায় করেন।

বিষয়টি নিয়ে হাসপাতালের ডাক্তার মাহফুজা তামান্নার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তুফানকে সকালেই দেখে মৃত্যু ঘোষণা করি। এরপরে কি হয়েছে সেটা আমি বলতে পারব না। তবে যদি কেউ মৃত মানুষকে ফুসলিয়ে বা জোর করে ইসিজি করে থাকে। তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করলে হাসপাতাল প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *