মুক্তার প্রেমে লন্ডন থেকে চট্টগ্রামে স্টুয়ার্ট

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:  এ যেন এক ব্যতিক্রম ঘটনা। এতোদিন সবাই শুনে আসছিল বাংলাদেশি ছেলের টানে বিদেশি নারী ছুটে আসার ঘটনা। এবার ঠিক উল্টো ঘটনা ঘটলো চট্টগ্রামে।

চট্টগ্রামের তরুণী ফেরদৌসি কবির মুক্তার টানে চট্টগ্রামে ছুটে এসেছেন ব্রিটিশ নাগরিক গ্রাহাম স্টুয়ার্ট। তিনি শুধু ছুটেই আসেননি শুক্রবার জমকালো ভাবে হয়েছে তাদের বিয়ে।
মুক্তা সন্দ্বীপ উপজেলার হুমায়ন কবির হেলালীর মেয়ে। তবে তারা নগরীর কোতোয়ালীর লাভলেইন এলাকায় বসবাস করেন।

মুক্তার পরিবার সূত্রে জানা যায়, মুক্ত লন্ডনের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় স্টুয়াডের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক সময় স্টুয়ার্ড তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু ধর্মী ও সামাজিকতার কারণে তা মেনে নেয়নি মুক্তার পরিবার। কিন্তু প্রেমিকাকে পেতে তিনি ছুটে আসেন চট্টগ্রাম। পরিবর্তন করেন ধর্ম। স্টুয়ার্ড হয়ে যান সাইমন কবির।

বৃহস্পতিবার বাংলাদেশি রীতি অনুযায়ী বিয়ের আগে অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। শুক্রবার নগরের রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বর্ণিল বিয়ের আসর। যেখানে আত্মীয়-স্বজন ছাড়াও নগরের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন আমন্ত্রিত অতিথি। ২৯ ডিসেম্বর লন্ডন পাড়ি দেবেন ব্রিটিশ তরুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *