ভারতে ৪ বছর কারাভোগের পর ৮ যুবক বাংলাদেশে

নিউজটি শেয়ার লাইক দিন

সোহাগ হোসেন,বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশী যুবককে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। সোমবার(১৭ই ফেব্রুয়ারি) সন্ধা ৬টার দিকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ আহসান হাবীব জানান,চার বছর আগে যুবকরা বিনা পাসপোর্টে ভারতে যায়। যাওয়ার পরে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। বিহারের ধারভাঙ্গা জেলা কারাগারে তাদের আটকে রাখা হয়।পরে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ সন্ধায় তাদের দেশে ফেরত আনা হয়। ফেরতকৃতরা বাংলাদেশের, নোয়াখালী, চাঁদপুর ও ফেনী জেলার বাসিন্দা।

ফেরত আসা ব্যক্তিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। এর পর তাদেরকে তাদের আত্নীয় স্বজনের নিকট হস্থান্তর করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *