ভারতে পাচারের সময়ে চার কোটি টাকা মূল্যের কলিং কার্ডসহ আটক ১

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে প্রায় চার কোটি টাকা মূল্যের ৪৩ হাজার ১৪০ পিস কলিং কার্ড সহ এক পাচারকারী আটক হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বেনাপোল সাদিপুর গ্রামের সেতু এন্টারপ্রাইজের নামে একটি অফিসের ভিতরে এ বিপুল পরিমাণ টাকার অবৈধ সরঞ্জাম (INTERNATIONAL CALLING CARD (SCRATCH CARD) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ বিপুল টাকার অবৈধ সরঞ্জাাাাম ভারতে পাচারের উদ্দেশ্য সেখানে রাখা হয়েছিল। এসব অবৈধ সরঞ্জাম পাচার সাথে জড়িত থাকার দায়ে আমিনুর (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক বেনাপোল সাদিপুর গ্রামের শামসুর রহমানের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে অবৈধভাবে  ভিওপি কাজে ব্যবহারের জন্য সাদিপুর সীমান্তে বিপুল পরিমাণে কলিং কার্ড রাখা হয়েছে( INTERNATIONAL CALLING CARD (SCRATCH CARD) । এ সময়ে বেনাপোল কোম্পানী সদরে কর্মরত নায়েব সুবেদার মোঃ ইউনুস আলী এর নেতৃত্বে একটি টহল দল সাদিপুর সীমান্ত পাঠানো হয়। সাদিপুর সীমান্তে সেতু ইন্টারপ্রাইজ নামে একটি অফিসের ভেতর থেকে মোবাইল রিচার্জ কার্ডের মত দেখতে ৪৩ হাজার ১৪০ পিস কলিং কার্ড সহ এক পাচারকারী আটক করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৬১৯ টাকা। এসব কার্ড ভারত হয়ে দুবাই ও মালয়েশিয়ায় নেয়া হচ্ছিল। এসব কার্ড সে দেশে বাংলাদেশি ভাষাভাষী মানুষসেরা ১০ ডলারের মূল্য ক্রয়় করে অবৈধভাবে বাংলাদেশ কথা বলে থাকেন। যেটি বাংলাদেশে  ব্যবহার সম্পূর্ণভাবে বেআইনি ও নিষিদ্ধ। দুপুরে আটককৃতের বিরুদ্ধে প্রযুক্তি সরঞ্জাম পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *