বেনাপোল কাস্টমসে চোর সন্দেহে তিন যুবক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টমস হাউজে চোর সন্ধেহে তিন জন কে আটক করেছে কাস্টমস আনছার সদস্যরা।তাদের কাছ থেকে একটি ডাল রেজ্ঞ উদ্ধার করা হয়।

সোমবার(৩মে)রাত ১.৩০মিনিটের দিকে কাস্টমস হাউজের পাচিল টপকিয়ে ভেতরে প্রবেশ করলে তাদের কে আটক করা হয়।আটকৃতরা হলো  ভবেড় ভেড় গ্রামের ইমরুল শেখের ছেলে নয়ন হোসেন(২৫), আমিনুর হোসেনের ছেলে ইয়ামিন(২৩) ও আব্দুর রশিদের ছেলে শিহাব (২০)।

আটকৃতরা জানায়,রাতে মাল ট্রেন থেকে পণ্যচুরি করতে গেলে ট্রেনে নিরাপত্তা নিয়োজিত জিআরপি পুলিশ ধাওয়া করে।পালাবার জন্য কাস্টমসের পাচিল টপকিয়ে ভেতরে ঢুকলে কাস্টমস আনছার সদস্যরা আটক করে।

কাস্টমস আনছার ক্যাম্প কমান্ডার পিসি আবুল কালাম আজাদ জানান,রাতে নিরাপত্তার কাজে নিয়োজিত আনছার সদস্যরা পাচিল টপকানোর সময় তিন জনকে দেখতে পেয়ে তাদের কে আটক করা হয়।কাস্টমস কতৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটা করা হবে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমস অতিরিক্ত কমিশনার ডাঃনেয়ামুল হক জানান,আটকৃত তিন চোরকে বেনাপোল পোর্টথানায় হস্থান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *