বেনাপোল পোর্ট থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউসডে পালিত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: জনগণ ও পুলিশের আস্থা অর্জনে বেনাপোল ওপেন হাউসডে পালিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) ১১ টায় বেনাপোল পোর্ট থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউসডে পালিত হয়।

শনিবার বেলা ১১ টায় বেনাপোল পোর্ট থানা চত্বরে ওপেন হাউসডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপি এম।

যশোরের নাভারনে সার্কেল এএসপি জুয়েল ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের পরিচালক মনিরুজ্জামান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস , শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, শার্শা উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যাপক ইব্রাহিম খলিল, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রাহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া, এছাড়া শার্শা উপজেলা ইউনিয়নের বর্তমান এবং সাবেক চেয়ারম্যান গন।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/09/825202284812.jpg

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, নির্বাচিত জনপ্রতিনিধি, বন্দরের শ্রমজীবী ও এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিলেন।

‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, চাঁদাবাজি, বিকাশ প্রতারণা এবং জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখাতে হবে। তাহলেই সমাজ থেকে অপরাধ শূন্যের কোটায় আনা সম্ভব হবে।

‘ওপেন হাউসডে’ অনুষ্ঠানের সভাপতিত্বে করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *