বেনাপোলে নিহত ৯ শিক্ষার্থীর স্মরনে শোক র‌্যালি

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল  প্রতিনিধি :যশোরের বেনাপোলে বনভোজনের বাস দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্বরণে বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯ কোমলমতি শিশু শিক্ষার্থীর স্মরনে, শোক র‌্যালি ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হচ্ছে।
২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ৯ শিশু শিক্ষার্থী নিহত হয়। বেনাপোলে শনিবার দিনভর নিহত শিশু শিক্ষার্থীদের স্মরণ করে তাদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালন হয়।সেদিন সকালে মায়ের কোলে বসে সাজুগুজু করে বাবার হাত ধরে পিকনিকের উদ্দেশে গাড়িতে চেপে বসেছিল এসব সোনামণিরা। সেদিন মুজিবনগরে পিকনিক শেষে বাসে বাড়ি ফেরার পথে যশোরের চৌগাছার ঝাউতলা এলাকায় পৌঁছলে তাদের পিকনিকের বাসটি উল্টে ২৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এদের মধ্যে ৬ জন ঘটনাস্থলে মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিনের মাথায় মারা যায় আরো ৩ শিশু।
সে বছর হতে ১৫ ফেব্রুয়ারী বেনাপোল সহ সকল জেলায় শোক দিবস পালিত হয়ে আসছে।সেই শোকের মাস শনিবার সকালে ৮৫/১ সংসদ শেখ আফিল উদ্দিন শিক্ষার্থীদের স্বরণে শোক র্র্যালি ও পুষ্প অর্পন করেন। বেনাপোল এলাকার সবগুলি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন পৃথক পৃথক শোক র‌্যালী নিয়ে প্রাথমিক বিদ্যালয়টির সামনে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্প অর্পন করেন।কোমল মতি শিক্ষার্থীরা আজ নেই, কিন্তু ১৫ ফেব্রুয়ারী দিনটি ফিরে আসলে মা-মা ডাক, আবদার ভরা চোখ, আনান্দের হাসি ও অভিমানের কান্না আজও প্রতিধ্বনি হয়ে বাজে প্রতিটি মানুষের হৃদয়ে। ভয়াবহ সেই সড়ক দুর্ঘটনা বেনাপোল, শার্শা ও চৌগাছার মানুষ আজো ভুলতে পারেননি। স্মৃতির পাতায় আজো অমলিন হয়ে আছে। এ দুর্ঘটনায় প্রতিবছর বেনাপোলসহ সব জেলা শোকের দিবস পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *