রোকেয়া টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজর চাকুরি সোনার হাঁসের ডিম 

নিউজটি শেয়ার লাইক দিন
এস এম রাফাত হোসেন,রংপুর: রুপকথার সেই রাজহাঁসের সোনার ডিমের গল্প শোনেননি এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। আর চাকুরির কথা শুনলেই লোকে বলে উঠত নিজের খেয়ে পরের পোদ্দারি করার ইচ্ছে মোটেই নেই।অর্থ্যাৎ হাতের কাছে চাকুরি পেয়েও চাকুরি করেননি অনেকেই এমন মন্তব্য প্রবীণদের।কিন্তু বর্তমানে সরকারি ও বেসরকারি চাকুরি পাওয়া অনেকটাই দুষ্প্রাপ্য।আরোও যদি চাকুরি হয় সরকারি তাহলে তো ” সোনার হাসের ডিম বা সোনার হরিণ”।
 রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হয়রত ইউনিয়নের নানকর বাজার সংলগ্ন বেগম রোকেয়া টেকনিক্যাল স্কুল এন্ড বি.এম কলেজ নামক একটি প্রতিষ্ঠান প্রধানের উপর চাকুরি নামে ১২ লক্ষ টাকা আত্মসাৎ গ্রহণ করায় লিগ্যাল নোটিশ পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ই ফেব্রুয়ারী রংপুর জজ কোর্টের আইনজীবী এস.এম রুহুল ইসলাম রাজীবের মাধ্যমে ফাতেমা আক্তার লতা নামে মহিলা-এ নোটিশ পাঠান।
নোটিশ সূত্রে জানা যায়- বেগম রোকেয়া টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত থাকা অবস্থায় এবং বর্তমান অধ্যক্ষ প্রতিষ্ঠানে অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ প্রদানের নিমিত্তে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিগত ৩০/১২/১৬ ইং তারিখে ৩,৫০,০০০/-(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা গ্রহণ করেন। উক্ত প্রতিষ্ঠান নিয়োগ প্রদানে ব্যর্থ হলে গ্রহণকৃত টাকা ২/৩/১৮ইং তারিখে ফেরত প্রদান করবেন এই মর্মে ২/২/১৮ তারিখে ১০০/- টাকা ও ৫০/- টাকা-২২৪৮০৪৫,২২৪৮০৪৬,৫১২৯৬০৬ ও ৫১২৯৬০৭ নাম্বার দলিলে স্বাক্ষর করেন।নিদিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে তখন চাকুরি নিশ্চিত হবে বলে শতভাগ আশ্বাস দিয়ে পুনরায় আরোও ৩,৫০,০০০/-(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা গ্রহণ করেন। কিন্তু চাকুরিতে নিয়োগ সম্পূর্ণ না হওয়ায় ১৫/১২/১৮ ইং তারিখের মধ্যে পরিশোধ করবেন বিধায় ১০/৭/১৮ ইং তারিখে ৩০০/- টাকার-২৯৪০২৩৪,২৯৪০২৩৫,২২৪৮৩৩৪ নাম্বার দলিলে স্বাক্ষর করেন। এছাড়া অঙ্গীকারবদ্ধ ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ)টাকা ৪৩১০৩১৫,৪৩১০৩১৬ ও ৪৩১০৩১৭ নাম্বার দলিলে ২৫/৫/১৯ ইং তারিখে পরিশোধ করতে চাইলে ব্যর্থ হন। অঙ্গীকারনামা এর সময়সীমা অতিক্রান্ত হলেও তিনি টাকা প্রদানে ব্যর্থ হন এবং কাল ক্ষেপন করেন। গেল ৫/১/২০ ইং তারিখ সকালে টাকা চাহিলে নানান টালবাহনা,খারাপ-আচরণ ও হুমকি প্রদান করেন একপর্যায়ে তিনি গ্রহণকৃত টাকা প্রদানে অস্বীকার করেন।
ইউনিয়নের খামার তৈয়বপুর গ্রামের রোমেল মিয়ার স্ত্রী ভুক্তভোগী ফাতেমার আক্তার লতার সাথে কথা বলে জানা যায়-প্রত্যেকের জীবনে পড়ালেখা শেষ করে চাকুরির স্বপ্ন তাই ডিগ্রী পাশ করার পর বিভিন্ন খানে চাকুরির জন্য আবেদন করলে আশায় নিরাশায় পরিণত হয়।অবশেষে অর্থের বিনিময়ে চাকুরির সুযোগের কথা জানান অধ্যক্ষ জাহিদুল ইসলাম।শতভাগ নিশ্চিত চাকুরির কথা বলে দফায় দফায় টাকা গ্রহণ করে এখন চাকুরি দিতে পারছেন না বরং নানান টালবাহনা শুরু করছেন।এতো টাকা প্রদান করেও চাকুরি না পাওয়ায় বর্তমানে আমার পরিবারে অশান্তি বিরাজ করছে।
 লতার স্বামী রোমেল মিয়া জানান- জাহিদুল ইসলাম এবং শংকর আমার কাছে এসে কাগজপাতি দেখিয়ে বলেন সরকারি বিধি অনুযায়ী অফিস সহকারি কাম কম্পিউটার পদে আমাদের প্রতিষ্ঠানে লোক নেওয়া হবে। যোগ্যতানুযায়ী আপনার স্ত্রী যোগ্য সুতরাং প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে কিছু টাকা খরচ করলে নিয়োগ দেওয়া যাবে।সেই অনুযায়ী আমি দফায় দফায় তাকে টাকা প্রদান করি যাহা ১০০/- ও ৫০/- টাকার ১০ টি স্ট্যাম্পে স্বাক্ষরিত আছে।তিনি এখন বলছেন ঐ পোষ্টের জন্য নিয়োগ বাতিল হয়েছে তাই আয়া পোষ্টে তাকে নিয়োগ দেওয়া যেতে পারে।চাকুরির দরকার নেই বলে টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করছেন।
 প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি লিগ্যাল নোটিশ পেয়েছেন বলে জানান।তবে ১২ লক্ষ টাকা গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেন।তিনি বলেন- তার কাছে পাঁচ লক্ষ টাকা হাওলাদ নিয়েছি এবং তাকে চার লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়েছি।নিজ হস্তে দলিলে স্বাক্ষরিত বিষয়টি জানালে এ বিষয়ে কোন মন্তব্য করেন নি। তিনি বলেন অফিস সহকারি কাম কম্পিউটার পদে নিয়োগের বিষয়টি বাতিল হয়েছে।আমাকে যে নোটিশ দিয়েছে এতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে এর মধ্যে আমি দ্রুত মিমাংসা করার চেষ্টা করবো।
 প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহি কর্মকর্তা মামুন ভুঁইয়া জানান- চাকুরির জন্য ঘুষ নেওয়া ও দেওয়া দুটোই সমান অপরাধ।এবিষয়ে কোন অভিযোগ আসেনি যদি অভিযোগ আসে তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *