বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না: এরদোগান

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক জেনারেল কাসেম সোলাইমানি কুদস বাহিনীর প্রধান হিসেবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের কৌশলগত অপারেশনের নেতৃত্ব দিতেন। তাকে হত্যা করায় আমেরিকার বিরুদ্ধে ‘বড় ধরনের প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।

তারই জের ধরে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইরানের কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডকে বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না। সিএনএন টার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এরদোগান আরও বলেছেন, তুরস্ক জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ডের বিষয়টিকে উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তবে আমি মনে করি যেকোনো দেশের উচ্চ পর্যায়ের কমান্ডারকে হত্যার ঘটনাকে বিনা জবাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না।

এরদোগান বলেন, সোলাইমানি হত্যার বিষয়টি তাদের পরিকল্পিত ছিল। আমরা খবরটি শুনে হতবাক হয়ে যাই। আমি ট্রাম্পকে ইরানের সাথে উত্তেজনা না বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলাম।

এর আগে, তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে ফোন করে কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *