নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদীচী ট্রাজেডি দিবস পালিত

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার:নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে উদীচী ট্রাজেডি দিবস পালিত হয়েছে। আজ বিকেল সাড়ে ৫টায় শহরের টাউনহল ময়দানের রওশন আলী মঞ্চে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর উদীচী যশোরের সভাপতি মাহাবুবুর রহমান মজনুর সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলুসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ২২ বছরেও ১০জন সাংস্কৃতিক কর্মী হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধ ও সাংস্কৃতিক চেতনার সরকার। এ সরকারের আমলেই যাতে প্রকৃত দোষীদের সনাক্ত করে বিচার করা হয় সেই দাবি জানান তারা।
পরে সন্ধ্যা ৭টার দিকে মঞ্চের পাশ্ববর্তী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন ও মশাল প্রজ্জ্বলন করা হয়। এরপর প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *