দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু চার, নতুন আক্রান্ত ২১৯ জন

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৯ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ১ হাজার ২৩১ জনে।গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১ হাজার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

প্রাণ হারিয়েছে আরও ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

বুধবার (১৫ এপ্রিল) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন সুস্থ হননি। মোট সুস্থ রোগীর সংখ্যা ৪৯। যারা এরই মধ্যে বাড়ি ফিরে গেছেন।

দেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী। গেল ৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে শতাধিক করোনা সংক্রমিত রোগী শনাক্তের কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর থেকে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও বাড়ে মৃত্যুর সংখ্যা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর একদিনে ২০৯ জন শনাক্তের কথা জানিয়েছিল। তখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ছিল ৪৬।

বুধবার (১৫ এপ্রিল) এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত  বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৫৫৭ জন। আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ২ হাজার ২২৮ জনের মৃত্যুতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০০ জন। আক্রান্ত আছেন ৬ লাখের বেশি।

বিদেশফেরতদের কারণে চীনে আবারও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা দিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) শনাক্ত ৮৯ জনের মধ্যে ৮৬ জনই বিদেশফেরত।

যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনের পর নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে ফ্রান্সে। ইতালিতে একমাসের মধ্যে সবচেয়ে কম শনাক্ত হয়েছে। তবে মৃতের সংখ্যা সামান্য বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *