দেশে ডাক্তার নার্সসহ ৯৯৪ জন করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:করোনাভাইরাস মোকাবেলায় শনাক্তকরণ পরীক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হলেও দিন দিন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পরিমাণ বাড়ছে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত দেশে ডাক্তারসহ ৯৯৪ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

গত রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দফতর সম্পাদক অধ্যাপক ডা. শহিদ উল্লাহ।

তিনি বলেন, এ পর্যন্ত সারা দেশে ৪০৮ জন ডাক্তার, ২৭০ জন নার্স, ৩১৬ জন অন্যান্য স্বাস্থ্য সেবাকর্মীসহ ৯৯৪ জন কোভিড-১৯-এর নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন। এদিকে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটিরাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর) রোববার পর্যন্ত সারা দেশে কোভিড-১৯ শনাক্ত চিকিৎসক সংখ্যা ৫৩৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪০২, বরিশাল বিভাগে ৯, চট্টগ্রাম বিভাগে ১৭, সিলেট বিভাগে ৭, খুলনা বিভাগে ৩০, রংপুর বিভাগে ৭, ময়মনসিংহ বিভাগে ৬১ এবং রাজশাহী বিভাগে ৩ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *