দেশে গুপ্তহত্যা’র শঙ্কা আছে-স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: বিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়ায় দেশে গুপ্তহত্যা চালাতে পারে বলে দুই দিন ধরে আশঙ্কা প্রকাশ করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবার এ ব্যাপারে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে গোয়েন্দা সংস্থাগুলো সজাগ আগে। তারা দেশে এ ধরনের কোনো কিছু ঘটতে দেবে না।

রোববার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

গুপ্তহত্যার প্রসঙ্গ প্রথমে সামনে আনেন ওবায়দুল কাদের। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনে গুপ্তহত্যা চালানোর নির্দেশ এসেছে। তিনি বলেন, ‘বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে। আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনে গুপ্তহত্যা চালাবে। তারা আরও ভয়ংকর গুপ্ত হামলার প্রস্তুতি নিচ্ছে। আমরা সবাইকে সর্তক থাকার আহ্বান জানাচ্ছি।’

রোববারও তিনি নোয়াখালীতে নির্বাচনী সভায় একই বিষয়ে কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘তারেক জিয়ার দেশে আসার সাহস নাই, সে পালিয়ে গেছে। তাই লন্ডনে বসে কিলিং স্কোয়াড গঠন করছে। এখন তারা মানুষ পুড়িয়ে মারে, বাস ট্রেনে আগুন দেয়।’

ওবায়দুল কাদেরের এই বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘ওবায়দুল কাদের যা বলেন, তিনি তা করেন। ২৮ অক্টোবর তারা পরিকল্পিত সহিংসতা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপিয়েছে। তারা এবারও লাশ ফেলে অন্যের ওপর চাপাবে।’

এ প্রসঙ্গে দুপুরে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রী ও আমাদের পার্টির সাধারণ সম্পাদকের কাছে অবশ্যই খবর আরও বেশি থাকে। কারণ তিনি রাজনীতি করেন। তার কাছে যথেষ্ট তথ্য থাকে। সে তথ্যের ভিত্তিতেই তিনি বলেছেন। তবে আমাদের কথা হলো, আমাদের গোয়েন্দা বাহিনী সজাগ রয়েছে। এ ধরনের ঘটনা ঘটাতে গেলে কিংবা ঘটনার আগেই আমরা তাদের ধরার চেষ্টা করে যাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সবসময় নাশকতা করে আসছে। নাশকতা দিয়েই তাদের জন্ম। কাজেই তারা এগুলো করবেই। আমাদের নিরাপত্তা বাহিনী সে বিষয়ে সজাগ রয়েছে। আমাদের গোয়েন্দা বাহিনীও কাজ করছে।’

গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে আগাম কোনো সতর্কতা পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের কাছে এখন পর্যন্ত তেমন কিছু আসেনি। আমাদের গোয়েন্দা বাহিনী যেসব তথ্য দিচ্ছেন, সেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *