টিকা নেওয়ার দু’মাস পর করোনায় আক্রান্ত সংসদ সদস্য

নিউজটি শেয়ার লাইক দিন

দিনাজপুর সংবাদদাতা: টিকা গ্রহণের দু’মাস পরে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল। শুক্রবার জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়।

তিনি মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলের ৬ নম্বর ভবনের ৩০২ নম্বরে অবস্থান করছেন।
সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল নিজেই মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে জাতীয় সংসদ ভবনের মেডিক্যাল সেন্টারে নমুনা দেন। শনিবার রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ। তিনি জানান শরীরে জ্বর ও ব্যথা অনুভব করছেন। তবে শারীরিকভাবে ভালো আছেন।

দেশে করোনার টিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি এমপি মনোরঞ্জন শীল গোপাল কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেন। তিনিই কাহারোল উপজেলায় প্রথম টিকা গ্রহণ করে এর উদ্বোধন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *