চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে বরযাত্রী দলের ১৮ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ইউনিয়নে পদ্মা নদীর পাড়ের একটি ঘরে বরযাত্রী দলের ১৮ জন বজ্রপাতে মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটছে।

শিবগঞ্জ ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, বরযাত্রী দলের প্রায় লোকজন ছিল। তারা বৃষ্টির কারণে নদী পার হতে পারেনি। তাই নদীর ধারে একটা ঘরে অবস্থান করছিলেন। এসময়ে বজ্রপাতে হলে ঘটনা স্থলেই ১৭ জনের মৃত্যু হয়। আরো একজন হাসপাতালে নেওয়ার পরে মৃত্যু হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাকিব-আল-রাব্বি বলেন, স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বরযাত্রী দলটি উপজেলা সদরের সুন্দরপুর ইউনিয়নের অধিবাসী। তারা বরযাত্রী হিসেবে সুন্দরপুর ইউনিয়ন থেকে পদ্মা নদী পার হয়ে পাকা ইউনিয়নে যাচ্ছিলো।  বেলা ১টার দিকে দক্ষিণ চরপাতা এলাকায় পদ্মার তেলিখারি ঘাটে আসলে প্রচণ্ড বৃষ্টি শুরু হলে তারা ঘাটেই একটি টিনের দোচালা ঘরে আশ্রয় নেয়। ওই ঘরেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *