করোনা ভাইরাসের টিকা তৈরিতে সফলতার পথে জার্মানি

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড নাইন্টিনের টিকা তৈরিতে কাজ করছে ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানির কয়েকটি জৈববিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান। চলতি বছরের শেষে সাধারণ জনগণকে এই টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানা গেছে।

ইতোমধ্যে এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কৃত না হওয়ায় গত কয়েক সপ্তাহের ব্যবধানে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩৩০ জন মানুষের।

এমন পরিস্থিতিতে করোনার টিকা তৈরিতে এগিয়ে এসছে জার্মানির চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান কিউরভ্যাক ও পাউল এয়ারলিশ ইন্সটিটিউট এর বিয়নটেক।

ইতোমধ্যে ক্লিনিক্যাল স্টাডির সকল প্রক্রিয়া সম্পন্নের কাজ শুরু করে দিয়েছে চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠানটি। প্রাণীর দেহে প্রতিষেধকের পরীক্ষা চালানো হয়েছে আর চলতি মাসের শেষেই কমপক্ষে ২০০ সুস্থ ও সংক্রমিত মানুষের শরীরে পরীক্ষা চালানো হবে।অন্যদিকে, জার্মানির আরেক প্রতিষ্ঠান টুইবিঙ্গার ফার্মাসিউটিক্যালস এর কিউরভ্যাকের চিকিৎসা বিজ্ঞানীদের প্রত্যাশা আগামী জুন কিংবা জুলাইয়ে টিকা আবিষ্কার সম্ভব হবে।

আর ডিসেম্বরের আগেই সম্পন্ন করা যাবে সকল বায়োলজিক্যাল পরীক্ষা-নীরিক্ষা।এই প্রতিষ্ঠানের বিনিয়োগকারী জার্মান বুন্ডেসলীগার শীর্ষ স্থানীয় ফুটবল দল টিএসজি হফেনহাইমের কর্ণধার ডিটমার হপ বলেন, করোনার টিকা আবিষ্কারে জার্মান বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গবেষণায় ইউরোপীয় ইউনিয়ন ৮০ মিলিয়ন ইউরো ও জার্মান সরকারও টিকা তৈরির প্রতিষ্ঠানগুলোর জন্য প্রণোদানা ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *