এবার করোনার ছোবলে কাঁপছে ইতালি

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: চীনের পর এবার বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে কমপক্ষে ৩১টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ভাইরাস।

ইউরোপের যুক্তরাজ্য ও ফ্রান্সে আগে করোনাভাইরাসের রোগী সনাক্ত হলেও বর্তমানে সবচেয়ে শোচনীয় অবস্থা ইতালির। এরই মধ্যে দেশটিতে প্রাণঘাতী করোনার ছোবলে মৃত্যু হয়েছে দুজনের। তাদের একজন নারী এবং দুজনেরই বয়স ৭০ মতো।
এছাড়াও দেশটিতে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।

এরই মধ্যে দেশটির করোনা আক্রান্ত শহরগুলোতে প্রবেশ ও অন্য শহরে প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

ইতালির রোম, লম্বার্ডি ও ভেনেতো শহরে করোনাভাইরাসে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই শহরগুলো বাইরে প্রবেশ ও শহরে প্রস্থানে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *