এক বোঁটায় আম-লিচু দুটিই ধরেছে

নিউজটি শেয়ার লাইক দিন

ঠাকুরগাঁও সংবাদদাতা:প্রকৃতির নিয়মে সাধারণত লিচুগাছে লিচু ধরার কথা থাকলেও এবার লিচুর সঙ্গে একই বোটায় ধরেছে আম। সত্যই বিরল। কৃষি বিজ্ঞানের উন্নতির ফলে এটি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া কলোনিপাড়া গ্রামের আবদুর রহমানের লিচুগাছে আমও ঝুলছে।
গাছটি লিচুর গুটিতে ভরা। একপাশে একটি থোকায় ১৭টি লিচুর মধ্যে একটি সবুজ আম ঝুলছে। লিচুর ডগা লম্বা হলেও আমটির বোঁটা অনেকটা ডালঘেঁষা। এটা দেখতে যারা ভিড় করেছেন, তার প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছেন আবদুর রহমানসহ বাড়ির লোকজন।

বিষয়টি নিয়ে ঠাকুরগাঁয়ের কৃষি অফিস কর্মকর্তা মেজবাহউদ্দিন বলেন, কৃষি বিজ্ঞানের উন্নতির ফলে এটা সম্ভব। সাধারোনত কলকের মাধ্যমে লিচু গাছে আম হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে এটা বাণিজ্যিকভাবে ফলানো সম্ভব বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *