ঋণ দেবে গুগল পে !

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তবে গুগল পে অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রাথমিকভাবে ভারতের কয়েক মিলিয়ন মার্চেন্টকে ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে।

এজন্য গুগল বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। এছাড়া শিগগিরই তারা ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ গুলোকে ঋণ দেওয়া শুরু করবে।

গুগল পে এর প্রোডাক্ট ম্যানেজমেন্টের সিনিয়র পরিচালক অম্বরীশ কেঙ্ঘরে জানিয়েছেন, গুগল পে ভারতের তিনটি শীর্ষস্থানীয় ব্যাংকের সাথে কাজ করছে। প্রায় তিন মিলিয়ন ভেরিফায়েড মার্চেন্টকে তারা ঋণ দেওয়ার কথা ভাবছে।

কোভিড -১৯ সংক্রমণের কারণে দেশপির সরকার মার্চের শেষ দিকে দেশব্যাপী লকডাউনের নির্দেশ দেয়। এই পদক্ষেপে বেশিরভাগ ব্যবসা স্থগিত রাখতে হয়েছে।

মনে করা হচ্ছে, এই অবস্থায় গুগলের এই ঋণ থেকে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবেন।

উল্লেখ্য, গত বছর গুগল ভারতে স্পট ফিচার চালু করেছে। যা বিভিন্ন ব্যবসার জন্য সহজেই তাদের নিজস্ব ব্র্যান্ডযুক্ত কমার্শিয়াল ফ্রন্ট তৈরি করার সুযোগ দেয়। এটি গুগল পে অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গ্রাহকদের কাছে অ্যাক্সেসযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *