আগামীকাল থেকে স্থল বন্দর ব্যবহার করে ট্যুরিস্ট ভিসায় ভারতে যাওয়া যাবে

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল বুধবার থেকে সড়ক পথে স্থল বন্দর ব্যবহার করে ট্যুরিস্ট ভিসায় ভারতে যাতায়াত করা যাবে।

মঙ্গলবার দুপুরে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না।
ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন।

এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে। তবে এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে।

যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *