অস্ট্রেলিয়ায় বাদুড়ের টর্নেডো!(ভিডিও)

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। কোনো অবস্থায়ই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না দেশটির কর্তৃপক্ষ। এরইমধ্যে এবার বাদুড়ের হামলার শিকার হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ইংহাম শহর। ছোট্ট এই শহরের বাসিন্দারা বাদুড়ের দাপটে রীতিমতো গৃহবন্দী হয়ে পড়েছেন। নগরবাসী এই পরিস্থিতির নাম দিয়েছেন বাদুড়ের টর্নেডো!

জানা গেছে, ইংহাম শহরের আকাশ ছেয়ে গেছে বাদুড়ে। এক একটি দলে লক্ষ লক্ষ বাদুড়। বাদুড়ের আতঙ্কে নগরের বাসিন্দারা ভয়ে খুলছেন না বাড়ির জানালা। জরুরি কাজে যাদের বাড়ির বাইরে বের হতে হয় সবচেয়ে বেশি ভয়ে আছেন তারা। এমনকি, বাদুড় আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছেন অনেক বাবা-মা।
ভুক্তভোগীরা বলেন, এমন ঘটনা খুবই দুঃখের। বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না। এভাবে জীবনযাপন সত্যিই মুশকিল।

ভিডিও দেখতে,এখানে ক্লিক করুন

তবে শুধু বাদুড়ের হামলারই ভয় নয়, বরং নগরবাসীর বড় আতঙ্ক ভাইরাসের। লাইসা নামের এক ধরণের ভাইরাস বহন করে অস্ট্রেলিয়ার বাদুড়।

এদিকে, অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী বাদুড় বিপন্ন প্রাণী। কুইন্সল্যান্ডের স্থানীয় আইনেও বাদুড়কে সংরক্ষণের কথা বলা হয়েছে। তাই বাদুড় মেরে ফেলার মতো কঠোর অবস্থানে যেতে পারছে না দেশটির প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *