অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজটি শেয়ার লাইক দিন

অভয়নগর (যশোর) প্রতিনিধি-অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় ।

“রক্তদিন জীবন বাঁচান” স্লোগানে অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের সেচ্ছাসেবী সকল কর্মীরা এক মিলনমেলার মাধ্যমে সংগঠনের বিভিন্নরকম সেবামূলক কার্যক্রম তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. রবিউল হাসান বলেন, আজ মানুষ শুধু নিজের কথা চিন্তা করেন। অন্য মানুষের কথা চিন্তা করার কারো সময় নেই। তারপরও কিছু কিছু মানুষ আছেন যারা অন্যের উপকার করতে পারলে নিজেকে সার্থক মনে করেন।এ রক্তদানের মাধ্যমে বোঝা যায়। এখনো এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। যারা নিজের রক্তের বিনিময়ে অন্যকে সুস্থ করে তুলতে চাই। তাই জাতি এসমস্ত যুবকদের কাছে চির কৃতজ্ঞ থাকবে আজীবন কাল ধরে। যারা নিজের রক্তের বিনিময়ে অন্যকে বাঁচানোর জন্য সর্বদা নিজেকে বিলীন করে দেয়।

উদযাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহামুদুর রহমান রিজভী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া জাহান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মঈনুর জহুর মুকুল, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন কবীর টুটুল, সাধারণ বীমা কর্পোরেশন এর ডেপুটি ম্যানেজার এস এম শাহারিয়ার হাসান, সমাজ সেবক জাহাঙ্গীর আলম, নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ফিরোজ খাঁন খোকন সহ প্রমুখ।

অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা মো. মেহেদী হাসান রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *