অভয়নগরে মাদ্রাসার সভাপতির বাড়ি থেকে ৫ বস্তা বই উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নর্থ বেঙ্গল রোড সংলগ্ন ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টার বাড়ি থেকে ৫ বস্তা সরকারি বই উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে নওয়াপাড়ার নর্থবেঙ্গল রোড সংলগ্ন মাদ্রাসার সভাপতি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এ বিপুল পরিমাণে বই জব্দ করেন।

স্থানীয়রা জানান, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলা শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে নর্থবেঙ্গল রোড এলাকার আনোয়ার মাস্টারের বাড়ি থেকে ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ১ম ও ২য় শ্রেণির ৫ বস্তা সরকারি বই জব্দ করে থানায় আনা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদ্রাসা সভাপতির বাড়িতে বিপুল পরিমাণে সরকারি বই রাখা হয়েছে।সকালে সেখানে অভিযান চালিয়ে পুলিশ এ বিপুল পরিমাণে বই জব্দ করেছে। সরকারি বই প্রতিষ্ঠান রানা রেখে মাদ্রাসা সভাপতির বাড়িতে রাখার অপরাধে মাদ্রাসাপ্রধান মো. আবদুল ওয়াদুদ মোল্যাকে শোকজ করা হয়েছে।

পাশাপাশি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহবায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টার জানান, মহামারী করোনায় প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় এবং মাদ্রাসায় ভালো ঘর না থাকায় মাদ্রাসার শিক্ষকরা আমার বাড়িতে বইগুলো রেখেছেন। এতে দোষের কিছু দেখছেন না বলে তিনি জানান। তবে তার বিরুদ্ধে একটি মহল কুৎসা রটনা করে বেড়াচ্ছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। যে কারণে উর্দ্ধতন কর্মকর্তাদের ভুলভাল বুঝিয়ে তার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *