দুধ দিয়ে ধুয়ে ইউপি ভবনের পূর্বের কলঙ্ক মুছলেন নবনির্বাচিত চেয়ারম্যান

নিউজটি শেয়ার লাইক দিন

পাবনা প্রতিনিধি: ইউনিয়ন কাউন্সিলের কলঙ্কমুক্ত করতে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে ইউনিয়ন পরিষদ ভবন দুধ দিয়ে ধুয়ে দিয়েছে নবনির্বাচিত একজন চেয়ারম্যান রজব আলী ও তার কর্মী-সমর্থকরা।

পাবনার চাটমোহর উপজেলার গুনাইঘাছা ইউনিয়নে গতকাল এ ঘটনা ঘটে। লোকজন ঘটনাটি দেখতে ভিড় করে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান রজব আলী বাবলু বলেন, ‘এই পরিষদে আগে অনেক অনিয়ম দুর্নীতি ও অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো। তাই পরিষদকে পবিত্র করতে আমার কর্মী-সমর্থকদের পানি দিয়ে ধুয়ে দিতে বলেছিলাম। তারা উৎসাহী হয়ে আনন্দ করে দুধ ও গোলাপজল দিয়ে ধুয়ে দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আজ সকালে প্রথম পরিষদে যাওয়ার আগে আমি সেখানে কারি দিয়ে মিলাদ পড়িয়ে আল্লাহর নাম নিয়ে পরিষদের প্রথম কর্মদিবস শুরু করেছি। যেহেতু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুসলমান, তাই পরিষদকে পবিত্র করে নতুনভাবে শুরু করেছি।’আশা করছি এ পরিষদে আগে যেভাবে পরিচালিত হতো এখন থেকে আর সে ভাবে পরিচালিত হবে না। আমি জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। তাই আগের সমস্ত কলঙ্ক মুছে ফেলতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *