৫৯ লাখ টাকার মাদকদ্রব্যসহ ৬৭ মাদক ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা অভিযান চালিয়ে ৫৯ লাখ ১৪ হাজার ১শ’ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ ৬৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০ হাজার ৯৪৬ বোতল ফেনসিডিল, ১৯৭ বোতল মদ, ৩৪৮ কেজি গাঁজা, ইয়াবা ২০৪ পিস। এসব মাদক দ্রব্য পাচারের কাজে ব্যবহৃত ৫ টি মোটরসাইকেল ও জব্দ করে। যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিভুক্ত সীমান্ত গুলো দিয়ে গত ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে২০২১ সালের ২১শে মে পর্যন্ত অর্থাৎ গত ৫ মাসের মধ্যে সীমান্ত গুলোতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মূল্যের মাদকদ্রব্য জব্দ করে। জব্দ তালিকার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ১০ শে মে চৌগাছা শাহজাদপুর সীমান্ত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, দেশের অভ্যন্তরে মাদক সহ যাতে কোন ধরনের অবৈধ পণ্য দেশে প্রবেশ করতে না পারে তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে। এছাড়া বিশেষ বিশেষ সময়়ে বিশেষ বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকাগুলোতে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে। এ বিপুল পরিমাণ অর্জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সক্রিয়তার একটা বড় অর্জন। এই বিপুুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ ও মাদক ব্যবসায়ীদের আটকের ফলে সীমান্ত এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালান অনেক কম হয়েছে। তাছাড়া সীমান্ত এলাকা গুলোতে অবৈধ ঘাট ও সন্ত্রাস কার্যকলাপ বন্ধ হয়েছে। আগামীতে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা আরো জোরালো ভূমিকা রাখবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *