৫০০ ক্যাম্প-কারাগারে বন্দী চীনের উইঘুর মুসলিমরা

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:চীনে বসবাস করা মুসলিম সম্প্রদায়ের নাম উইঘুর। তারা চীনে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হচ্ছেন। এবার তাদের আটক ও বন্দী রাখতে প্রায় পাঁচশ ক্যাম্প ও কারাগার চালাচ্ছে চীন সরকার বলে জানিয়েছে উইঘুর নিপীড়ন নিয়ে সক্রিয় মানবাধিকার কর্মীরা। ওয়াশিংটনভিত্তিক দ্য ইস্ট তুর্কিস্তান ন্যাশনাল এ্যাওয়াকেনিং মুভমেন্ট বলছে, চীনে ১৮২টি বিনাবিচারে বন্দী রাখার ক্যাম্প পাওয়া গেছে। গুগল কোঅরডিনেটস সিস্টেমের মাধ্যমে তারা এই তালিকা তৈরি করেছে। এছাড়াও ২০৯টি সন্দেহভাজন কারাগার ও ৭৪টি শ্রম ক্যাম্পও শনাক্ত করা হয়েছে। কার্যত ৫শ’ ক্যাম্প-কারাগারে এক প্রকার বন্দী জীবন কাটাচ্ছে উইঘুর মুসলিমরা।
১০ লাখেরও বেশি সদস্যকে আটক করে রাখার কথা বিভিন্ন মানবাধিকার সংস্থা জানালেও গত মে মাসে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এশিয়া বিষয়ক শীর্ষ কর্মকর্তা র‌্যানডার স্ক্রিভার বলেছেন ভিন্ন কথা। তার দাবি, আটক রাখার এই সংখ্যা ৩০ লাখেরও বেশি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *