৪ লাখ ৬ হাজার ভারতীয় জাল রুপীসহ আটক ৪

নিউজটি শেয়ার লাইক দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও কানসাটে অভিযান চালিয়ে ৪ লাখ ৬ হাজার ভারতীয় জাল রুপীসহ ৪জনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার পাইলিংমোড় কালুপুর উল্টরপাড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৪০), এরাদত বিশ্বাস টোলা গ্রামের তোসলিম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৫২) ও মাইনুল ইসলাম (৩৭) এবং কানসাট বিশ্বনাথপুর গ্রামের মোঃ সরফুর ছেলে আনোয়ার হোসেন ওরফে বাবু। গতকাল শনিবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এসময় তার কাছ থেকে কালার প্রিন্টারসহ জালটাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা পুলিশ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে ভারতীয় ১ লাখ জাল রুপীসহ সাদেকুল ইসলাম ও আনোয়ার হোসেন বাবুকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জামাল ও মাইনুলকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৬ হাজার ভারতীয় জালরুপী এবং কালার প্রিন্টারসহ জালটাকা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *