সোহার্দ্য বাড়াতে বাংলাদেশকে ১০৯ অ্যাম্বুলেন্স উপহার দিলেন ভারত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশের সাথে সোহার্দ্য বাড়াতে ১০৯ টি অ্যাম্বুলেন্স দিলেন ভারত সরকার । মুজিব বর্ষ উপলক্ষে ভারত সরকার বাংলাদেশকে এ উপহার দিলেন।এরমধ্যে সোমবার দুপুরে  দেশের প্রধান স্থল বন্দর যশোরের বেনাপোল দিয়ে একটি এ্যাম্বুলেন্স দেশে প্রবেশ করেছে।যার দাম ভারতীয় ১৭লক্ষ১৭হাজার২০০ রুপি, এস এম এল মডেল নং টি ৩৫০০।

বেনাপোল কাস্টম থেকে গাড়িটি ছাড় করবে, জেড আর করর্পোরেশন সিএন্ড এফ এজেন্ট,যার আমদানি কারক দি হাই কমিশনার অব ইন্ডিয়া ভারত ও এস এম এল ইসুজি রপ্তানিকারক।

এ বিষয়ে সিএন্ডএফের বডারম্যান বাবু জানান, সোমবার দুপুরে এ্যাম্বুলেন্সটি বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বাকিগুলো বন্দরে পৌঁছালে বেনাপোল কাস্টম হাউজের কার্যাবলী সম্পন্ন করে অ্যাম্বুলেন্স গুলোকে ঢাকায় পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *