শার্শায় নদী থেকে স্বর্ণসহ পাচারকারীর মৃতদেহ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

শার্শায় নদী থেকে স্বর্ণসহ পাচারকারীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় মশিয়ার (৫২) নামে স্বর্ণ পাচারকারীর মৃত্যু দেহের উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৩ই মার্চ) দুপুর জেলার শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতি নদী থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে বিজিবি সদস্যরা।

এ সময়ে বিজিবি সদস্যরা তার দেহে কষ্ট টেপ দিয়ে মোড়ানো অবস্থায় চার প্যাকেট স্বর্ণ উদ্ধার করেছে।

সে শার্শা উপজেলার গোগা গ্রামের হরিশচন্দ্র গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, মশিউর সীমান্তের চিহ্নিত স্বর্ণ পাচারকারী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণ পাচার করে আসছিলো। গত ১৩ ই মার্চ সে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে ইছামতি নদী নেমে নিখোঁজ হন। গতকাল মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে তল্লাশি করেও তার মৃতদেহ উদ্ধার করতে পারেনি। এক পর্যায় আজ দুপুরে তার মৃতদেহটি নদীর পানিতে ভেসে উঠলে বিজিবি সদস্যরা দেখতে পায়। পরে পুলিশের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে বিজিবি। এ সময়ে তার দেহে চারটি প্যাকেটে কষ্টে দিয়ে মোড়ানো স্বর্ণের বার ও উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *