রিং আইডির ৭ প্রতারকের বিরদ্ধে যশোরে মামলা

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: সম্প্রতি সময়ে দেশের বহুল আলোচিত-সমালোচিত ডিজিটাল এলএম কোম্পানি  রিং আইডির ৭ প্রতারকের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ যশোরে মামলা হয়েছে। 

 

শুক্রবার (০১ অক্টোবর) বিকেলে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন ঝিকরগাছা উপজেলার দিকদানা গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে শিমুল কুমার বিশ্বাস।

আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গ্রামের সিরাজুল ইসলামের দুই ছেলে শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম, একই এলাকার আমিনুল ইসলামের মেয়ে আইরিন ইসলাম, সিলেট সদর উপজেলার ওয়াপদা গ্রামের ইউসুফ আলীর ছেলে সালাহ উদ্দিন, চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের আবুল বাসারের ছেলে আহসান হাবিব, পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে রফিকুল ইসলাম এবং হবিগঞ্জ জেলা শহরের ৪ নম্বর পৌর ওয়ার্ডের সাজিদ মিয়ার ছেলে নাজমুল হোসেন।

আসামিরা সবাই ঢাকার ধানমন্ডির ৭/এ রোডের সি/৫/এ নম্বর ফ্ল্যাটের ৭৮ নম্বর বাড়িতে রিং আইডির অফিসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন।

মামলা সূত্র থেকে জানা গেছে, মামলার বাদী শিমুল কুমার বিশ্বাসের , চলতি বছরের ৫ মার্চ বিকেল ৩টার দিকে তিনি বন্ধুদের সঙ্গে যশোর শহরের আরবপুর বাজারে তোফাজ্জেলের চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোবাইলের স্ক্রিনে রফিকুল ইসলামের ১১৭৭৯০৪৪ নম্বর রিং আইডি থেকে পাঠানো নামে একটি বিজ্ঞাপন দেখতে পান। ওই বিজ্ঞাপনে বলা হয় প্রতিদিন একশটি বিজ্ঞাপন দেখলে ৫০০ টাকা করে দেওয়া হবে। আর একটা আইডি ক্রয় করতে ১৮ হাজার ৫০০ টাকা করে লাগবে। ওই টাকা জমা দিলে ভার্চুয়াল সদস্য পদে একটি রিং আইডি ওয়ালেট পাওয়া যাবে।

এভাবে তিনি ১৬টি আইডি ক্রয় করেন। সেখানে বিজ্ঞাপন দেখে তার সাড়ে ৩ লাখ টাকা জমা হয়েছে। কিন্তু প্রতি সপ্তাহে এক বার ওই টাকা ওয়ালেট থেকে উত্তোলন করা যাবে বলে উল্লেখ করা হয়। অথচ এ পর্যন্ত তার সাড়ে ৩ লাখ টাকা জমা হলেও সেই টাকা উত্তোলন করতে পারছেন না। পরে রিং আইডি অফিসে যোগাযোগ করা হলে তারা বলেছে এখন সমস্যা আছে পরে টাকা উত্তোলন করা যাবে। এখন পর্যন্ত কোনো টাকা উত্তোলন করতে না পেরে শিমুল কুমার থানায় মামলা করেছেন।

 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসমীম আলম জানান, রিং আইডি নামে একটি ডিজিটাল এল এম এল কোম্পানির ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি প্রতারণার মামলা করেছেন শিমুল বিশ্বাস নামে এক ব্যক্তি। তাছাড়া অজ্ঞাত আরো ১০ থেকে ১৫ জনের নামে মামলা করেছেন তিনি। বিষয়টি একজন পুলিশ পরিদর্শককে তদন্ত করার জন্য দেয়া হয়েছে।তদন্তের সত্যতা মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

2 thoughts on “রিং আইডির ৭ প্রতারকের বিরদ্ধে যশোরে মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *