রাজশাহীতে লকডাউন ভেঙে থালা-প্লেট হাতে নিয়ে ভুখা মিছিল

নিউজটি শেয়ার লাইক দিন

রাজশাহী প্রতিনিধি: দেশজুড়ে নতুন ধরনের করোনা  ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে লকডাউন চলছে। বিশেষ করে রাজশাহীতে করোনা সংক্রমনের অবস্থা আরো ভয়াবহ। যে কারণে কঠোর লকডাউন পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু লকডাউনের মধ্যে অর্থনৈতিক ও খাদ্য সংকটে পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর ফলে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে লকডাউন ভেঙে কয়েক শত লোক রাস্তায় উঠে ভুখা মিছিল করেছে। মিছিলের সময় স্লোগান দেয়া হয় খাদ্য দাও না হয় লকডাউন ভেঙে দাও।

ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ইয়াসিন আলী বলেন, “টানা লকডাউনে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। আমরা কর্মচারীদের বেতন দিতে পারছি না। বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। গতকাল আমরা লকডাউনের প্রত্যাহারসহ আমাদের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি।” এসময় আমরা জেলা প্রশাসকের কাছে দাবি রেখেছি আমাদের শ্রমিকদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিন। না হয় লকডাউন তুলে দিয়ে ব্যবসায়ীদের কার্যক্রমের অনুমতি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *