যশোরে AVI Group USA নামে প্রতারণা, ৪ প্রতারক আটক

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরে AVI Group USA নামে ওয়েবসাইট খুলে সাধারণ সহজ-সরল মানুষকে টাকা বিনিয়োগ করিয়ে প্রতারণা করার সময় ৪ প্রতারক আটক হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার ইসমাইল হোসেনের ছেলে জাহিদ হাসান (২১), ২। যশোর বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের মৃত ইউনুস বিশ্বাসের ছেলে শোয়াইব আহম্মেদ (৪২), ৩। যশোর বাঘারপাড়া উপজেলার মহিরন এলাকার গোলাম কুদ্দুসের ছেলে তুহিন হাবিব (৩১), ও ৪। যশোর বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকার মৃত আফসার মোল্লার ছেলে রাজু আহম্মেদ (৪৮)।

সোমবার বেলা তিনটার দিকে যশোর যে যশোরের জেস টাওয়ারের তৃতীয় তলার রোজ গার্ডেন রেস্টুরেন্ট অভিযান চালিয়ে যশোরের র‌্যাব-৬ এর সদস্যরা এসব প্রতারকদের আটক করেন।

এসব প্রতারকরা AVI Group USA নামে ওয়েবসাইট খুলে দীর্ঘদিন ধরে গ্রামগঞ্জের সাধারণ সহজ-সরল মানুষকে টাকা বিনিয়োগ করিয়ে মোটা অংকের মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিলো। সোমবার দুপুরে যশোর জেস টাওয়ারের তৃতীয় তলায় রোজ গার্ডেনে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে মোটা অংকের টাকার লোভ দেখিয়ে টাকা বিনিয়োগ করাচ্ছিলো। তারা ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে সাড়ে আট হাজার টাকা করে নিচ্ছিল। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তাদেরক ১ ডলার বোনাসের প্রলোভন দেখায়। প্রতিটি একাউন্টের বিপরীতে একজন গ্রাহককে  প্রতিমাসে ৫১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখায়। এভাবে এক জন গ্রাহক যত বেশি একাউন্ট করবে সে ততো বেশি মুনাফা পাবার প্রলোভন দেখায় ।

 

যশোর র‌্যাব-৬ কোম্পানী লেঃ কমান্ডার এম নাজিউর রহমান বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি প্রতারকরা অনলাইনে মোটা অংকের মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। এসময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *