যশোরে ১৬ হাজার গ্রাহকের ৩শ’ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এহসান মাল্টিপারপাস

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: প্রতারণার মাধ্যমে যশোরের ১৬ হাজার গ্রাহককের ৩শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এহসান মাল্টিপারপাসও এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান। এ প্রতারণার অভিযোগে চক্রের বিরুদ্ধে দুটি মামলার ১০ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক একেএম ফশিউর রহমান।

যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রাামের আব্দুল মতিনের ছেলে শফিকুল ইসলাম ও এক নারীর দায়ের করা মামলায় অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এহসান সংস্থার চেয়ারম্যান চট্টগ্রামের ফটিক ছড়ির মুফতি আবু তাহের নদভীসহ ২৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

আরো পড়ুন# প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে স্কুল শিক্ষিকা সিমা আক্তার

অভিযুক্তরা হচ্ছেন, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুরের মুফতি আবু তাহের নদভী, প্রধান নির্বাহী ব্যবস্থাপক মাগুরা সদর উপজেলার সাজিয়ারা গ্রামের বাসিন্দা কাজী রবিউল ইসলাম, ব্যবস্থাপক মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা জুনায়েদ আলী, পরিচালক মাগুরা সদর উপজেলার রাউতলা গ্রামের বাসিন্দা আজিজুর রহমান, পরিচালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার লক্ষীধরদিয়াড় গ্রামের বাসিন্দা মঈন উদ্দিন, পরিচালক খুলনার লবনচরা হরিণটানা রিয়াবাজার এলাকার বাসিন্দা মুফতি গোলাম রহমান, পরিচালক গাজীপুরের টঙ্গী উপজেলার চড়মাটিন এলাকার বাসিন্দা আব্দুল মতিন, মহাপরিচালক (প্রশাসন) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খুবদিপুর এলাকার বাসিন্দা আমিনুল হক, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান জামালকান রোডের বাসিন্দা কলিমুল্লাহ কলি, পরিচালক খুলনার খানজাহান আলীর শিরোমনি এলাকার বাসিন্দা মিজানুর রহমান, যশোর সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মুফতি ইউনুস আহম্মেদ, খুলনার পাইকগাছা উপজেলার মরল এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম, মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা আইয়ুব আলী, যশোরের বাঘারপাড়া উপজেলার ধান্যপাড়া গ্রামের বাসিন্দা সামসুজ্জামান টিটু, ব্যবস্থাপক (যশোর শাখা) মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা আতাউল্লাহ, কেশবপুর উপজেলার বেতিখোলা গ্রামের বাসিন্দা আব্দুল হালিম, মাঠকর্মী যশোরের কারবালারোডের বাসিন্দা সিরাজুল ইসলাম (সোনামিয়া), উপশহর এ-ব্ল¬ক এলাকার বাসিন্দা শামসুর রহমান, সমন্বয়কারী সেক্রেটারি যশোরের শহরতলী শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা বাবর আলী, একই এলাকার বাসিন্দা আব্দুল হক, শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামের বাসিন্দা এস এম সেলিম উল চৌধুরী, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাটি গ্রামের বাসিন্দা মোকসেদ আলী, যশোর সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা মুফতি ফুরকান আহমেদ, যশোর শহরের পুলিশ লাইনস টালিখোলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী ও উপশহরের বাসিন্দা আক্তারুজ্জামান।

অভিযুক্তরা যশোরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মুফতি ও মাওলানা শ্রেণির মানুষকে মৌখিকভাবে মাঠকর্মী পদ দিয়ে মাঠে নামিয়ে প্রতারণার মাধ্যমে অবৈধ ব্যাংকিং কার্যক্রম চালিয়ে এ অঞ্চলের মানুষের আজ থেকে কয়েক শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এহসান ইসলামী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ও এহসান রিয়েল এস্টেট এন্ড ডেভলপমেন্ট এনজিও প্রতিষ্ঠান দুটি।

অর্থলগ্নিকারী শফিকুল ইসলাম বলেন,এহসান ইসলামী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মাঠকর্মীরা আমাকে প্রলোভন দেখান যে তাদের প্রতিষ্ঠানে এক লাখ টাকা রাখলে প্রতি মাসে 18 টাকা করে আমাকে প্রদান করবেন। এই টাকা দেবেন ইসলামিক শরীয়া মোতাবেক। এটা কার ছেলে কোন ওষুধ হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাই আমি ২০১২ সালে শেষের দিকে প্রতিষ্ঠানটিতে ৮ লাখ টাকা রাখি। কয়েক মাস আমাকে টাকা দিয়েছিল। এরপর ২০১৪ সালে হঠাৎ প্রতিষ্ঠানটি মানুষের কোটি কোটি টাকা নিয়ে রাতারাতি লাপাত্তা হয়ে যায়। যশোরের প্রায় ২ হাজার গ্রাহক টাকা ফেরত পেতে আদালত ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

আরো পড়ুন# দৈনিক ১৩০ টাকা আয়ের নুরুল এখন সাড়ে ৪শ’কোটি টাকার মালিক

উল্লেখ্য,২০০৮ সালে প্রতারণার মাধ্যমে যাত্রা শুরু করে ইসলামী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এবং এহসান ইসলামী রিয়েল এস্টেট লিমিটেড। যশোর অঞ্চলে বিভিন্ন স্থানে অফিস খুলে প্রতারণা চালাতে থাকেন। ২০১২ সালে যশোরের কাপুড়িয়া পট্টিতে শাখা খুলে বসেন। মূলত এহসান এস বাংলাদেশ, এহসান রিয়েল এস্টেট এবং এহসান মাল্টিপারপাস শরিয়া মোতাবেক সুদ বিহীন ব্যবসার প্রলোভন দেখিয়ে মাসে প্রতি লাখে ১৬শ’ টাকা থেকে ১৮শ’ টাকা মুনাফার প্রতিশ্রুতি দিয়ে আমানত টাকা জমা নিতে থাকে। এক পর্যায়ে বিনিয়োগের টাকা ফেরত না দিয়ে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে পালিয়ে যায় প্রতারক এ সংস্থাটি।

এরপর থেকে অর্থলগ্নিকারী ভুক্তভোগীদের মধ্যে শ’ শ’ গ্রাহক নানা রোগে ও টাকার শোকে এখন পাগল প্রায়। অর্থলগ্নিকারী অনেকের মধ্যে ক্যান্সারে আক্রান্ত ও প্যারালাইজডে ভুগছেন। ভুক্তভোগীদের অধিকাংশেরই চোখের জলে ফেলে সময় কাটাচ্ছেন। অনেকে আবার নিজেদের শেষ সম্বল বিক্রি করে টাকা ফেরত পাওয়ার আসায় মামলাও করছেন । তাদের সবার একটাই দাবী জমানো টাকা ফেরত পাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *