যশোরের করোনা পরিস্থিতি নিয়ে বাম গণতান্ত্রিক জোটের ভার্চুয়াল মানববন্ধন

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বাম গণতান্ত্রিক জোটের এক ভার্চুয়াল মানববন্ধন হয়েছে। রোববার বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট ওয়ার্কার্স পাটি (মাকর্সবাদী)’র যশোর ফায়ার সার্ভিসের সামনে জেলা কার্যালয়ের সামনে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে এক ভার্চ্যুয়াল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে করোনার কয়েকটি দাবি তুলে ধরেন বক্তারা। দাবিগুলো হলো:  এখনই যশোর মেডিকেল কলেজ ৫ শত বেড হাসপাতাল চালু, আর্মী মেডিকেল কোরের দায়িত্বে ফিল্ড হাসপাতাল চালু, সদর হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা, এডহক ভিত্তিতে ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মী নিয়োগ, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে করোনার নমুনা সংগ্রহ করে ২৪ ঘন্টার মধ্যে ফল দেওয়া ও প্রতিদিন ১০ হাজার টেষ্ট করা, সীমান্তবর্তী শহরকে অগ্রাধিকার দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকা দেওয়া, খাদ্য সহায়তা দিয়ে় ১৫ দিনের টানা লকডাউন, করোনায় মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ব্যাটারি চালিত রিকশা ভ্যান চলাচলের উপর নিষেধাজ্ঞা বন্ধ ও রিকশা জব্দ বন্ধ করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট, যশোর আজ বিকাল ৪ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কার্যালয়ের সামনে এক ভার্চুয়াল মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পাটি (মাকর্সবাদী)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, জোটের জেলা সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক কমরেড তসলিমুর রহমান, বাসদ (মাকর্সবাদী)’র কমরেড দিলীপ কুমার ঘোষ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কামাল হাসান পলাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল জলিল, বাসদ’র কমরেড আলাউদ্দিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কবাদী) হাবিবুর রহমান মোহন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *