মার্কিন ডেস্টয়ারের সামনে রাশিয়ান যুদ্ধ জাহাজ, উস্কানিমূলক বলছে যুক্তরাষ্ট্র

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:আরব সাগরের উত্তরাঞ্চলে কার্যক্রম পরিচালনার সময় রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ ‘আক্রমণাত্মকভাবে’ মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারের মুখোমুখি হয়েছে। অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের জাহাজ থেকে সতর্কবার্তা পাঠানোর পরও এমনটা করেছে রাশিয়ার সেই জাহাজটি। এতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হওয়ার ঝুঁকি বাড়ছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

যাতে দেখা যায় রাশিয়ার যুদ্ধজাহাজটি ইউএসএস ফেরাগাটের কাছাকাছি চলে এসেছে। এসময় দুটি যুদ্ধজাহাজের দূরত্ব ছিল ১৮০ ফুট। পরে অবশ্য রাশিয়ার যুদ্ধজাহাজটি গতিপথ পরিবর্তন করে। রাশিয়ার যুদ্ধজাহাজের এমন আচরণকে উসকানিমূলক হিসেবে আখ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ওই জাহাজটি ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম। এটি মধ্যপ্রাচ্যে নৌপথের কার্যক্রম পর্যবেক্ষণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *