বেনাপোলে ১১টি পিস্তলগুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি :যশোরের বেনাপোল সীমান্তে ১১টি পিস্তল ২২টি ম্যাগজিন ৫০রাউন্ড গুলিসহ  তিন অস্ত্র ব্যাবসায়ী আটক হয়েছে। শনিবার  গভীর রাতে ২নংঘিবা মাদ্রসার পাশে অভিযান চালিয়ে এ বিপুল অস্ত্রগুলিসহ তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।  এসময়ে আটককৃতদের কাছে থেকে ১৯ কেজি গাঁজাও উদ্ধার করে বিজিবি। আটকৃতরা হলো শার্শা উপজেলার শরবানহুদা গ্রামের সহিদ এর ছেলে আনারুল (৩৫) ও একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলগীর হোসেন (৪০)ও ঘীবা গ্রামের এজাবার এর ছেলে সাজজুল (৩৪)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদে জানতে পারি শনিবার গভীর রাতে অস্ত্র পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান একটি অস্ত্রের চালান নিয়ে এসে ঘিবা মাদ্রাসার পাশে  অবস্থান করছে।  এ সময়ে  রঘুনাথপুর ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালানসহ তিন জনকে হাতেনাতে আটক  করে। পরে আটকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তন্তর করা হয় বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *