বেনাপোলে অস্ত্র ব্যবসায়ী হাফিজুরসহ ৫ মাদক ব্যবসায়ী ফেনসিডিলসহ আটক

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের বহুল আলোচিত অস্ত্র ব্যবসায়ী হাফিজুর সহ ৫ মাদক ব্যবসায়ী ২৫০ বোতল ফেন্সিডিলসহ আটক হয়েছে।

সোমবার(৮ফেব্রুয়ারী)রাতে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।আটকৃত আসামীরা হলো,বেনাপোল পোর্ট থানাধীন একই গাতিপাড়া গ্রামের সিরাজ ব্যাপারির ছেলে হাফিজুর রহমান (২৭),মৃত ইউনুচ মোল্লার ছেলে মাহাবুর(৩১), মৃত,মিজানুর রহমানের ছেলে রেজাউল (৪০),ও রবিউলের ছেলে বিপ্লাব হোসেন(৩৩) ও আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ(২০)।জানা যায়,আটকৃত আসামিরা করোনার মধ্যে তেরঘরের ভেরত থেকে দীর্ঘদিন দাপটের সাথে মাদক ব্যাবসা করে সব বিলাশ বহুল বাড়ি গাড়ির মালিক হয়ে সমাজের যুবকদের দিয়ে অর্থের লোভে মাদক বহনের কাজ করাত।তাদের আটক করায় সমাজের এক শ্রেণীর মানুষ পুলিশকে বাহবাহ ধন্যবাদ জ্ঞাপন করে।আরো বলে পুলিশ সঠিক নজরদারি করলে বাকি মাদক ব্যাবসায়ী গুলো আটক হবে তারা সব আটকৃত আসামিদের নিকটস্থ আত্নীয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী। এর আগেও হাফিজুর নামে ওই মাদক ব্যবসায়ী অস্ত্রসহ বিজিবি’র হাতে আটক হয়েছিল।তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্র ও মাদক ব্যবসার মতো অপরাধের সাথে জড়িত ছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তে দৌলতপুর প্রাইমারি স্কুলের সামনে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *