প্রেমের টানে বাংলাদেশে আসা শাহানাকে ভারতে ফেরত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: প্রেমের টানে ৮ মাস আগে সীমান্ত পথে বাংলাদেশে আসা কিশোরী শাহানা ইয়াসমিন মিন(১৪) কে ভারতে ফেরত পাঠিয়েছে পুলিশ।

বুধবার(৬অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোল চেকপেস্টে হস্তান্তর করেন বেনাপোল পোর্টথানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তারা। কিশোরীকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের ইস্পেশাল ব্রান্স (সিআইডি)।

উদ্ধারকৃত কিশোরী ভারতের মালদাহ জেলার চাতলা উপজেলার হাজাতপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগামার অফিসার মুহিত হোসেন জানান, কক্সবাজেরর উখিয়ার আনসারী কামাল নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কের কারনে সীমান্ত পথে পালিয়ে বাংলাদেশে আসে কিশোরী। পালিয়ে আসার কিশোরীর বাবা তাকে উদ্ধারে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করেন। বিষয়টি আমলে নেয় বাংলাদেশ পুলিশের সিআইডি। পরে কিশোরীকে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে কক্সবাজারের লাইট হাউজ নামে একটি এনজিও সংস্থ্যার শেল্টার হোমে রাখে। সেখান থেকে আইনী প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে মেয়ের বাবার হাতে তাকে হস্তান্তর করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *