পাকিস্তানে ৪ বছরে ৪২ জন সাংবাদিককে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনের দায়ে গত চার বছরে পাকিস্তানে ৪২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। দেশটির পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী মুর্তজা জাভেদ আব্বাসি শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।।

সিনেটের শুক্রবারের অধিবেশনে মন্ত্রী বলেন, ‘গত চার বছরে পাঞ্জাবে ১৫ জন, সিন্ধে ১১ জন, খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন এবং বেলুচিস্তানে ৩ জন— মোট ৪২ জন সংবাদিক নিহত হয়েছেন এবং তাদের প্রত্যেকেই সন্ত্রাসীদের বন্দুকহামলার শিকার।’

লিখিত বিবৃতিতে মন্ত্রী আরও বলেন, পাঞ্জাবে সাংবাদিক হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে দু’জন বর্তমানে জামিনে আছেন। এছাড়া সন্দেহভাজন আরও ৮ জন পলাতক অবস্থায় আছেন।

এছাড়া সিন্ধুতে ৪ জন খাইবার পাখতুনখোয়ায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলুচিস্তানে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে সন্দেহভাজনদের ধরতে সেখানে অভিযান চালাচ্ছে বেলুচিস্তান পুলিশ।

শুক্রবারের অধিবেশনে সিনেট সদস্য মুশতাক আহমেদ বলেন, পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারগুলো একদিকে সাংবাদিকদের নিরাপত্তা দানে ব্যর্থ, অন্যদিকে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার ব্যাপারেও উদাসীন।

জবাবে সংসদীয় মন্ত্রী বলেন, সরকারকে নানা প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হচ্ছে বলে দ্রুত অপরাধীদের আওয়াতায় আনা যাচ্ছে না। তবে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, প্রতিবেদন উপস্থাপনের পর বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেট সদস্য দানেশ কুমার শুক্রবারের অধিবেশনে বলেন, গত চার বছরে বেলুচিস্তানে ৩ জন নয়, নিহত হয়েছেন অন্তত ১০ জন সাংবাদিক।

সূত্র : ডন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *