নড়াইলে নদীতে টিসিবির হাজার হাজার তেলের খালি বোতল

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে রমজানে নায্যমূল্যে বিক্রির জন্য আনা টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) সিলযুক্ত কয়েক’শ খালি তেলের বোতল নড়াইলের চিত্রা নদীতে ভেসে বেড়াচ্ছে। শহরের রূপগঞ্জ-পংকবিলা খেয়া ঘাটের কয়েক মাঝি কিছু তেলের বোতল উদ্ধার করেছে।

জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রির অপরাধে বেশ কয়েকজনকে পুলিশ আটক এবং পরে ভ্রাম্যমান আদালত জেল-জরিমানা করে। ধারনা করা হচ্ছে, আটক ও জেল-জরিমানার ভয়ে অবৈধভাবে ক্রয় করা কোনো ব্যবসায়ী টিসিবির ৫ লিটার এবং ২ লিটারের ক্যান থেকে তেল বের করে ড্রামে রেখে খালি বোতল পানিতে ফেলে দিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতের আঁধারে শহরের রূপগঞ্জ খেয়া ঘাটের কয়েক ডিঙ্গি নৌকার মাঝি এসব বোতল দেখতে পেয়ে তারা উদ্ধার করে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি মোঃ ইলিয়াছ হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই।
নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এভাবে কাওকে ধরা বেশ কঠিন। তবে আমরা আরও বেশী সতর্ক হব।
———————————————————-
সৈয়দ নাইমুর রহমান ফিরোজ
নড়াইল প্রতিনিধি
মোবা ঃ ০১৯১৯-৪২২৯৮০
ইমেইল ঃ হধরসঁৎমড়ষভ@ুধযড়ড়.পড়স
তারিখ ঃ ১৯.০৪.২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *