নোয়াখালীতে আ.লীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৭

নিউজটি শেয়ার লাইক দিন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফের আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার চরএলাহী ইউনিয়নের সিরাজ মেম্বারের দোকানের সামনে কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের বাদলের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে।

সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের বাদল গ্রুপ অনুসারী রাজু (৩৫), সাহেদ (৩২), আবদুর রহিম (২৫)কে নোয়াখালী সদরের উডল্যান্ড প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার অনুসারী কামাল (৪৫), রুবেল (২৫) পিটন (২২) সবুজ (৪০)কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছায়েদ একটি অস্ত্র মামলার তদন্তে চরএলাহী ঘাটে যান। ওই সময় স্থানীয় চেয়ারম্যান আবদুর রাজ্জাকের ভাই খোকনের সাথে কাদের মির্জার অনুসারী কামালের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ড হয়। এসময় পুলিশের উপস্থিতিতে দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে এলে বাকবিতণ্ডর জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে সাতজন আহত হয়।

আবদুর রাজ্জাক চেয়ারম্যান বলেন, “কাদের মির্জার অনুসারী হেলাল মেম্বার, বাহার, আনোয়ার, রাজ্জাকের নেতৃত্বে অসহায় তিনটি ছেলেকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে হা-পা ভেঙে দেয়া হয়েছে। তবে আমরা চরএলাহীতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোনো সংঘর্ষে জড়াইনি।”

কাদের মির্জার অনুসারী হেলাল হোসেন মেম্বার বলেন, “রাজ্জাক চেয়ারম্যানের ভাই খোকনের নেতৃত্বে তাদের চার অনুসারীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এ সময় ফাঁকা গুলি ছোড়ার আওয়াজ পেয়ে আমরা কয়েকজন অনুসারীকে নিয়ে সংঘর্ষ এড়াতে বাড়িতে চলে যাই।”

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হওয়ার খবর পেয়েছি। সেখানেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *