অনলাইনে না ছড়ালে ধর্ষণের বিষয়টি সামনে আসতো না: হাইকোর্ট

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর আলোচিত ধর্ষণের ঘটনা সহ দেশের সব আলোচিত ধর্ষণের ঘটনা গুলো অনলাইনে প্রকাশিত না হলে এগুলো আড়ালেই থেকে যেত বলে জানিয়েছেন হাইকোর্ট। স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (৫ অক্টোবর) সকালে, বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এ সময় হাইকোর্ট প্রশ্ন করেন, ‘এক মাস এই ঘটনা চাপা থাকলো কি করে, পুলিশ কি করছে। অনলাইনে না ছড়ালে তো ঘটনা গোপনই থাকতো।’

এদিকে এ মামলায় প্রধান আসামি বাদলকে ঢাকা এবং দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৪ অক্টোবর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এ মামলার চারজনকে গ্রেপ্তার করা হলো। বাকি অপরাধীদের দ্রুত ধরতে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *