নারীসহ আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, স্বর্ণসহ মালামাল উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

স্টাফ রিপোর্টার: যশোরের বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলায় ডাকাতির ঘটনায় যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা চুরি হওয়া ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার, ১টি মোবাইল, নগদ ২২ হাজার টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত মটরসাইকেল, মাষ্টার চাবি, গাছি দা, দা, রড, খেলনা পিস্তল, মোবাইল ফোনসহ আন্তজেলা ১০ ডাকাত দলের সদস্যদের আটক করেছেন।

মঙ্গলবার ভোর থেকে বুধবার সকাল (৩১ শে ২৯ শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর২০২২) পর্যন্ত নড়াইল জেলার কাশিয়ানী থানা, নড়াইল, কালিয়া, খুলনার তেরখাদা থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা এসব ডাকাত দলের সদস্যদের আটক করেন।

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, ১) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার এলাকার জহুর মোল্লার ছেলে আরজ আলী (৪৫), ২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তালতলা গুচ্ছগ্রাম এলাকার বাবু শেখের ছেলে তারিকুল ইসলাম (৩২), ৩) নড়াইল জেলার নড়াগাতি থানার চালনা গ্রামের অহিদুল মোল্লার ছেলে নাদিম মাহমুদ (২৭),  ৪) নড়াইল জেলার নড়াগাছি উপজেলার মৃত কোলিন মোল্লার ছেলে ওহিদ মোল্লা (৪০), বর্তমানে সে খুলনা জেলার তেরখাদা উপজেলার নলিয়ারচর দক্ষিণ যোগিয়ানি এলাকার রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া, ৫) নড়াইল জেলার কালিয়া উপজেলার জোকারচর এলাকার আক্তার সরদারের ছেলে রুবেল সরদার (৩৪), ৬) গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ফলসি পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুর রহমান কাজীর ছেলে সবুজ কাজী (৩৬), ৭) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফলসি চরপাড়া এলাকার মৃত আব্দুল গফফার সরদারের ছেলে বোরহান সরদার(৩৫), ৮) নড়াইল জেলার কালিয়া উপজেলার জোকারচর এলাকার হেমায়েত শেখের ছেলে শাহ আলী @ বাবু (৩৮), ৯) খুলনা তেরখাদা উপজেলার আদমপুর এলাকার মিরাজ শেখ @ ডিটলের স্ত্রী ও হেমায়েত শরীফের মেয়ে আফরোজা (৩২) ও ১০) খুলনা তেরখাদা উপজেলার নলিয়ারচর এলাকার মুকুল বিশ্বাসের ছেলে সুনাম বিশ্বাস(৩২)।

https://www.novanews24.com/wp-content/uploads/2022/11/10302022142453.jpg

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, সম্প্রতি সময়ে জেলার বাঘারপাড়া, যশোর কোতয়ালী, অভয়নগর, মনিরামপুর এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা নিজ নিজ থানায় ডাকাতির মামলা দায়ের করেন। মামলাগুলো কুলুলেস হওয়ায় যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোরদার মামলাগুলোর তদন্তভার দেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের উপর। বিষয়টি আমি আমলে নিয়ে মামলাগুলোর তদন্তভার দেয় যশোর জেলা গোয়েন্দা পুলিশের চৌকস অফিসার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, এসআই মফিজুল ইসলাম, পিপিএম, এসআই শামীম হোসেনের উপরে। তারা মামলাগুলোর দায়িত্ব গ্রহণের পর ছায়া তদন্ত করে ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করেন। এরপর মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া ৪ ভরি ১১ আনা স্বর্ণালংকার, ১টি মোবাইল, নগদ ২২ হাজার টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত মটরসাইকেল, মাষ্টার চাবি, গাছি দা, দা, রড, খেলনা পিস্তল, মোবাইল ফোনসহ আন্তজেলা ১০ ডাকাত দলের সদস্যদের আটক করেন। বুধবার দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *